শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বানিয়াচংয়ে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বানিয়াচং উপজেলা শাখার পক্ষ থেকে সদরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।১০ই এপ্রিল বৃহষ্পতিবার পরীক্ষা কেন্দ্র লোকনাথ রমন বিহারী সরকারী(এল আর)উচ্ছ বিদ্যালয় ও বালিকা সরকারী উচ্ছ বিদ্যালয়ের গেটে  পরিক্ষার্থী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে চলমান শিক্ষা সহায়তা কার্য়ক্রমের অংশ  হিসেবে বানিয়াচংয়ে ও এই আয়োজন করা হয়। মহতী এই কার্য়ক্রমের ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড হলে  ভুয়সী প্রশংসায় ভাসছেন আয়োজনকারী নেতৃবৃন্দ।পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বৃন্দের উপস্থিতিতে শিক্ষা উপকরন শিক্ষার্থীদের হাতে তুলে দেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিশির উদ্দিন খান বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ।নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তোমাদের হাত ধরেই বাস্তবায়িত হবে। পড়াশোনার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানাই।

উপজেলা ছাত্রদলের যুহ্ম আহবায়ক তুষার হোসেন খান সৈকত বলেন, ছাত্রদল মুক্ত চিন্তা এবং বহুদলীয় গণতন্ত্র চর্চায় বিশ্বাসী। সে লক্ষ্যেই ছাত্রদল ছাত্রসমাজের মাঝে ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দিতে কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিশির উদ্দিন খান,যুগ্ম আহবায়ক তুষার হোসেন খান সৈকত,৪নং ইউনিয়ন ছাত্রদল সভাপতি আল কাওছার,৩নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শেখ মুবিন,৪নং ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান দিহান,উপজেলা ছাত্রদল নেতা ইমন আহমেদ,রাব্বিমরাকিব মুক্তাদির ও নিরব আহমেদ জুম্মন।

এই সম্পর্কিত আরো