শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক দেশে রিজার্ভ ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার গোয়াইনঘাটে এক মামলায় ৩ কোটি টাকার বিছনাকান্দির পাথর ‘হজম’ আর একটি পাথরও যদি সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব: সিলেটের ডিসি দীর্ঘ ১৪ বছর পর সংবর্ধিত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেন উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, এটা হলে দেশের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান, ৩ জনের কারাদণ্ড পাথর লুটে নাম - ‘হলুদ মিডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর’ আহ্বান যুবদল নেতা মকসুদের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় মোটরসাইকেল আটক পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসেবে যুক্ত হবে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ব্যবসায়ী সমিতির নির্বাচন : ৪৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, ২৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে ৪৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ব্যবসায়ী সমিতির নির্বাচনী কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে ৪৭ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক খন্দকার লুৎফুর রহমান।

চূড়ান্ত ঘোষণাকালে খন্দকার লুৎফুর রহমান ছাড়াও নির্বাচন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রভাষক সিপার আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী বদরুল ইসলাম বদই, খন্দকার আব্দুস সোবহান, দেব দুলাল চৌধুরী প্রদীপ ও  এবং অফিস ম্যানেজার আব্দুল আজিজ।

খন্দকার লুৎফুর রহমান জানান, আগামী ২৬ এপ্রিল (শনিবার) উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করে ৫১ জন মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার (৯ এপ্রিল) বাছাইয়ের সময় সভাপতি পদের প্রার্থী আশরাফুল আলম রাজার মনোনয়নপত্রে নিজ স্বাক্ষর ও ছবি না থাকায় বাতিল ঘোষণা করা হয়। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রত্যাহারের দিন সহসভাপতি পদে নির্মাল্য মিত্র সুমন, সম্পাদক পদে আবুল কাশেম ও ৪ নম্বর ওয়ার্ড সম্পাদক পদে আজির উদ্দিনসহ ৩ জন মনোনয়ন প্রত্যাহার করায় ৪৭ জন প্রার্থীর চূড়ান্ত নাম ঘোষণা করা হয়। আগামী শনিবার (১২ এপ্রিল) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

তিনি আরও জানান, সমিতির ৩৫ পদের মধ্যে ১২ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতিসহ ২৩ পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। প্রতিদ্বন্দ্বী ছাড়া প্রার্থীরা হলেন বর্তমান সভাপতি বদরুজ্জামান সজল, সহসভাপতি হাজী রফিক মিয়া ফাতু ও ডা. মো. কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক এম আতিকুর রহমান আখই, কোষাধ্যক্ষ মো. বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা পদে এইচডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক  বেলায়েত হোসেন লাভলু ও নারী উদ্যোক্তা সম্পাদক সুফিয়া রহমান ইতি।

এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড সম্পাদক শেখ মো. সুমন, সদস্য মারুফ আহমদ জালাল ও জহিরুল ইসলাম এশু, ৩ নম্বর ওয়ার্ড সদস্য শেখ মোহাম্মদ আছকর আলী ও আব্বাছ আলী, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. হায়দার আলী ও আব্দুল মান্নান, ৫ নম্বর ওয়ার্ড সম্পাদক জাকির হোসেন মুহিত, ওয়ার্ড সদস্য এনামুল হক ও মো. আবুল কালাম রাসেল, ৭ নম্বর ওয়ার্ড সম্পাদক আজিজুর রহমান খালেদ এবং ওয়ার্ড সদস্য শাহাদাত খান ও ওয়াহিদুল ইসলাম শিপন, ৮ নম্বর ওয়ার্ড সম্পাদক পদে আতিকুল ইসলাম।

যেসব পদে ২৪ জন প্রার্থী নির্বাচন করবেন তারা হলেন সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান, ইকবাল হোসেন সুমন, মো. আলমাছ পারভেজ তালুকদার, ইসলাম উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল করিম বাচ্চু ও মাও. এনামুল ইসলাম। এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড সদস্য রিংকু বর্ধন, নাইমুল ইসলাম ও ইমন মিয়া, ৩ নম্বর ওয়ার্ড সম্পাদক কামাল আহমদ, জনি খান ও আব্দুল মতলিব, ৪ নম্বর ওয়ার্ড সম্পাদক মো. গৌছ মিয়া ও মুহিবুর রহমান জাবেদ, ৬ নম্বর ওয়ার্ড সম্পাদক জুবের খান, মো. খায়রুল ইসলাম ও ইকবাল আহমদ দিপু, সদস্য জসিম মিয়া, নজরুল ইসলাম সোনা, কামাল আহমদ ও আব্দুল হান্নান সোহাগ, ৮ নম্বর ওয়ার্ড সদস্য সুদীপ আচার্য, নাজিম বখশ ও মো. মোস্তফা।

এই সম্পর্কিত আরো

মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

দেশে রিজার্ভ ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

গোয়াইনঘাটে এক মামলায় ৩ কোটি টাকার বিছনাকান্দির পাথর ‘হজম’

আর একটি পাথরও যদি সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব: সিলেটের ডিসি

দীর্ঘ ১৪ বছর পর সংবর্ধিত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেন

উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, এটা হলে দেশের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান, ৩ জনের কারাদণ্ড

পাথর লুটে নাম ‘হলুদ মিডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর’ আহ্বান যুবদল নেতা মকসুদের

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় মোটরসাইকেল আটক

পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসেবে যুক্ত হবে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ