শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশে রিজার্ভ ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার গোয়াইনঘাটে এক মামলায় ৩ কোটি টাকার বিছনাকান্দির পাথর ‘হজম’ আর একটি পাথরও যদি সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব: সিলেটের ডিসি দীর্ঘ ১৪ বছর পর সংবর্ধিত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেন উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, এটা হলে দেশের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান, ৩ জনের কারাদণ্ড পাথর লুটে নাম - ‘হলুদ মিডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর’ আহ্বান যুবদল নেতা মকসুদের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় মোটরসাইকেল আটক পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসেবে যুক্ত হবে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ নিবন্ধন বাতিল হওয়া ১২১ রাজনৈতিক দলকে চিঠি দেবে ইসি
advertisement
সিলেট বিভাগ

সিলেট বোর্ডে :এসএসসিতে বসছে লক্ষাধিক পরীক্ষার্থী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ এপ্রিল)। এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৪৫ শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ৩ হাজার ১ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

এরমধ্যে ছেলে ৪২ হাজার ১০৮ জন এবং মেয়ে ৬০ হাজার ৮৯৩ জন।  


সিলেট শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বোর্ডের অধীনে ১৫৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে ৩৩ কেন্দ্রে পরীক্ষায় বসবেন শিক্ষার্থীরা।  

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীও কমেছে ৬ হাজার ৪১১ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৯৫৮ জন এবং ছাত্রী ৩ হাজার ৪৫৩ জন কমেছে।  

২০২৪ সালে এ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৯ হাজার ৪১২ ছাত্র-ছাত্রী। এর মধ্যে ছাত্র ৪৫ হাজার ৬৬ জন এবং ছাত্রী ৬৪ হাজার ৩৪৬ জন।  

বোর্ডের অধীনে সিলেট জেলায় ৩৬১ শিক্ষা প্রতিষ্ঠানের ৪১ হাজার ৪৮ জন পরীক্ষার্থী ৬০টি কেন্দ্রে পরীক্ষায় বসবেন। এরমধ্যে ছাত্র ১৭ হাজার ১৪৩ জন এবং ছাত্রী ২৩ হাজার ৯০৫ জন।  

সুনামগঞ্জ জেলায় ২২৬টি প্রতিষ্ঠানের ২১ হাজার ৪১৩ জন পরীক্ষার্থী ৩৫টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। এর মধ্যে ছাত্র ৮ হাজার ৮৯৬ জন এবং ছাত্রী ১২ হাজার ৫১৭ জন।  

মৌলভীবাজার জেলায় ১৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২ হাজার ২৫৭ জন পরীক্ষার্থী ২৬টি কেন্দ্রে পরীক্ষায় বসবেন। এরমধ্যে ছাত্র ৮ হাজার ৮৮৫ জন এবং ছাত্রী ১৩ হাজার ৩৭২ জন।  

এছাড়া হবিগঞ্জ জেলায় পরীক্ষায় অংশ নেবে ১৬৮টি স্কুলের ১৮ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৭ হাজার ১৮৪ জন এবং ছাত্রী ১১ হাজার ৯৯ জন।  

এবার বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২৩ হাজার ৮৮২ জনের মধ্যে ছাত্র ৯ হাজার ৬৮০ জন এবং ১৪ হাজার ২১৬ জন।  

মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া ৭১ হাজার ৬৩০ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২৮ হাজার ৭০৭ জন ও ছাত্রী ৪২ হাজার ৯২৩ জন। ব্যবসা শিক্ষায় ৭ হাজার ৪৮৯ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ১২১ জন এবং ছাত্রী রয়েছেন ৩ হাজার ৭৬৮ জন।  

বোর্ডের তথ্য মতে, এবার এসএসসি পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রী অংশগ্রহণ বেশি।  

এ বছর এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে রেজিস্ট্রেশনকৃত ৯৭ হাজার ৯৬১ জন ছাত্র-ছাত্রীর মধ্যে পরীক্ষায় বসছেন ৭৬ হাজার ৭৪৯ জন। অনিয়মিত পরীক্ষার্থী ২৬ হাজার ২২০ জন। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য ১৬ হাজার ৩১৬ জন, দুই বিষয়ে অকৃতকার্য ৪ হাজার ৪৯ জন, ৩ বিষয়ে অকৃতকার্য ৯৯৮ জন, চার বিষয়ে অকৃতকার্য  ১৬৭ জন এবং সব বিষয়ে ফেল ৪ হাজার ৬৬০ জন পরীক্ষায় বসছেন। এছাড়া মানোন্নয়ন দিচ্ছেন ৩২ জন।  

নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩১ হাজার ১৩৪ জন এবং ছাত্রী ৪৫ হাজার ৬১৫ জন। এক বিষয়ে অকৃতকার্য ছাত্র ৬ হাজার ৪২৫ জন এবং ছাত্রী ৯ হাজার ৮৮১ জন পরীক্ষা দেবেন। দুই বিষয়ে অকৃতকার্য ছাত্র ১ হাজার ৬৮৪ এবং ছাত্রী ২ হাজার ৪০৫ জন, তিন বিষয়ে অকৃতকার্য ছাত্র ৪৪৪ জন এবং ছাত্রী ৫৫৪ জন, চার বিষয়ে অকৃতকার্য ছাত্র ৬২ এবং ছাত্রী ১০৫ জন এবং সব বিষয়ে ফেল ছাত্র ২ হাজার ৩৪৬ এবং ছাত্রী ২ হাজার ৩১৪ জন আবারো পরীক্ষায় বসছেন। আর মানোন্নয়নের জন্য ছাত্র ১৩ জন এবং ছাত্রী ১৯ জন ফের পরীক্ষায় বসছেন।  

সিলেট শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহমেদ বলেন, পরীক্ষার আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে হবে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে নির্দেশনা রয়েছে। কেন্দ্রে কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। এর ব্যত্যয় ঘটলে ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এদিকে, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। এ আদেশ আগামী ১৩ মে পর্যন্ত বলবৎ থাকবে।  

পরীক্ষা চলাকালে প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, এ সময়ের মধ্যে জনসমাবেশ, মিছিল, গান বাজনা, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর ইত্যাদি বহন/ব্যবহারসহ শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কাজ করতে নিষিদ্ধ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

দেশে রিজার্ভ ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

গোয়াইনঘাটে এক মামলায় ৩ কোটি টাকার বিছনাকান্দির পাথর ‘হজম’

আর একটি পাথরও যদি সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব: সিলেটের ডিসি

দীর্ঘ ১৪ বছর পর সংবর্ধিত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেন

উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, এটা হলে দেশের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান, ৩ জনের কারাদণ্ড

পাথর লুটে নাম ‘হলুদ মিডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর’ আহ্বান যুবদল নেতা মকসুদের

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় মোটরসাইকেল আটক

পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসেবে যুক্ত হবে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ

নিবন্ধন বাতিল হওয়া ১২১ রাজনৈতিক দলকে চিঠি দেবে ইসি