বিয়ানীবাজার উপজেলা থেকে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৪২২৮ জন পরীক্ষার্থী। সিলেট শিক্ষাবোর্ডের অধিনে এসএসসি পরীক্ষায় ৩৫৭৯ জন ও ভোকেশনালে ৬৬ জন এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডে অধিনে দাখিলে ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান। তিনি বলেন, পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী ২০২৫ সালের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ এপ্রিল থেকে। এ পরীক্ষা শেষ হবে ১৩ মে। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।
লিখিত পরীক্ষা ৮ মে শেষ হওয়ার কথা থাকলেও পরে আবার সময়সূচি সংশোধন করা হয়েছে। ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। কিন্তু বৈসাবি উৎবের কারণে এই পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে জানিয়ে সময়সূচি প্রকাশ করা হয়েছিল। এরপর ২০ এপ্রিলের গণিত পরীক্ষা নিয়ে আলোচনার পরে আবার পরিবর্তন আনা হয়েছে সময়সূচিতে। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে পরের দিন ২১ এপ্রিল।