যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী কুলাউড়াবাসীদের সংগঠন ‘কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নবনির্বাচিত কার্যকরী কমিটির বর্ণাঢ্য অভিষেক ও শপথ অনুষ্ঠান আগামী ৫ মে অনুষ্ঠিত হবে।
অভিষেক ও সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে রোববার ৬এপ্রিল নিউইয়র্কের এস্টোরিয়াস্থ ৩৬ এভিনিউয়ের একটি রেস্টুরেন্টের পার্টি হলে নবনির্বাচিত ও বর্তমান কার্যনির্বাহী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান সভাপতি শাহ্ আলাউদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, সহ-সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুর রহমান (সুয়েব), সাবেক কোষাধ্যক্ষ জামাল উদ্দিন লিটন ও হারুনুর রশীদ তালুকদার, নবনির্বাচিত কমিটির সহ সাধারণ সম্পাদক বদরুল ইসলাম মিন্টু, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান কামাল , সাংগঠনিক সম্পাদক রাহাত বিন ওয়াহিদ চৌধুরী, প্রচার সম্পাদক শামীম আহমদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আজিজুল হক স্বপন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিতা চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা চৌধুরী মিলি, কার্যনির্বাহী সদস্য অলিউর রহমান, সালিক আহমদ, মো. মতিউর রহমান খান, তাহমিদুর চৌধুরী তৌসিফ ও ফারুক মিয়া।
সভায় সবার সম্মতিতে নবনির্বাচিত কমিটির শপথ, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ৫ মে উডসাইডের কুইন্স প্যালেস পার্টি হলে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া এসোসিয়েশনের বার্ষিক পিকনিক আগামী ১৩জুলাই ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
এসব অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।
প্রসঙ্গত, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই শেষে কোন প্রতিদ্বন্দ্বী প্যানেল ও প্রার্থী না থাকায় খসরু-সুয়েব পরিষদের ১৫ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫এপ্রিল নির্বাচিত ঘোষণা করেন এসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটি। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৮সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।