সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সুজন মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ২টায় সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এর সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের।
আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক-১ অ্যাডভোকেট মো. অহিদুর রহমান চৌধুরী ও যুগ্ম-সম্পাদক-২ অ্যাডভোকেট মো. রব নেওয়াজ রানা’র পরিচালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্তিত ছিলেন সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিনিয়র আইনজীবী ও কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দীন, সাবেক জি.পি. অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল), সিনিয়র আইনজীবী ও কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, অ্যাডভোকেট আলীম উদ্দিন, সহ সভাপতি-১ অ্যাডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), সহ সভাপতি ২ অ্যাডভোকেট মোহাম্মদ মখলিছুর রহমান, সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট হেনা বেগম, সহ-সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ রাব্বী হাসান তারেক, সহ-সম্পাদক অ্যাডভোকেট এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, অ্যাডভোকেট সাহেদ আহমদ ও অ্যাডভোকেট কাওছার আহমদ, অ্যাডভোকেট জ্যোৎস্না ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক-২ অ্যাডভোকেট এম.আর. খান মুন্না, সাবেক যুগ্ম সম্পাদক-১ অ্যাডভোকেট মো. আব্দুস ছত্তার, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. সাইফুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক-১ অ্যাডভোকেট সলমান উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক-২ অ্যাডভোকেট মাছুম আহমদ, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সাইফুর রহমান খন্দকার (রানা), সাবেক লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট বদরুল ইসলাম (জাহাঙ্গীর), অ্যাডভোকেট অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর, মো. ওয়াহিদুর রহমান বকুল, অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট ফুরাহিম হোসেন প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকসহ প্রায় শতাধিক আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার (৬ এপ্রিল) রাত প্রায় সাড়ে ১১ টায় মৌলভীবাজার পৌরসভার সম্মুখে কতিপয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তরুণ আইনজীবী সুজন মিয়া খুন হন।