সিলেটের জকিগঞ্জে পাঁচ দিন ধরে বেলাল আহমদ (৩৭) এক ব্যবসায়ীর খোঁজ পাওয়া যাচ্ছে না। ১ এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে বেলাল আহমদ নিজ বাড়ি থেকে কালিগঞ্জস্থ তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠান রিবান টেলিকমের উদ্দেশ্যে বের হওয়ার পর আর তিনি ঘরে ফেরেন নি। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে স্ত্রী তাহমিনা আক্তার পান্না জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ নিয়ে পরিবারের লোকজন রয়েছেন উদ্বেগ উৎকণ্ঠায়।
নিখোঁজ ব্যবসায়ী বেলাল আহমদ জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মামলখানি গ্রামের আবদুল মুমিত ছেলে।
জানা যায়, বেলাল আহমদ ১ এপ্রিল মঙ্গলবার রাত অনুমান ১০টায় জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মামলখানি গ্রামের বাড়ি থেকে কালিগঞ্জে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান রিবান টেলিকমে যান। রাত ১২টা হওয়ার পরও বেলাল আহমদ বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়ী ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে বেলাল আহমদের কোনোও সন্ধান পাননি।
সন্ধান না পেয়ে নিখোঁজ বেলালের স্ত্রী তাহমিনা আক্তার পান্না জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি তাহার কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে উল্লেখিত ০১৭১০-৯৩৯২১৩, ০১৭২৮-৫৭৪৪৫৬ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, নিখোঁজ বেলালকে খুজতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নিখোঁজ বেলালের বর্ণনা:
গায়ের রং- শ্যামলা, মুখমন্ডল- লম্বাটে, চুল খাটো ও কালো, চোখের মনি কালো, উচ্চতা অনুমান ০৫ ফুট ০৫ ইঞ্চি, মোবাইল নং-০১৭১০২১১৬১১ ও ০১৬১০২১১৬১১। পরনে হলুদ রঙের টি শার্ট ও প্যান্ট ছিল। বেলাল সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।