বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

রকীব শাহের ৫৯তম উরশ শরীফ শুরু ৯ এপ্রিল

হযরত রকীব শাহ্ (র.) এর ৩ দিনব্যাপি ৫৯তম উরশ শরীফ শুরু হচ্ছে আগামী ৯ এপ্রিল বুধবার।

রবিবার (৬ এপ্রিল) সিলেট শহরের কাজীটুলাস্থ হযরত রকীব শাহ্ (র.) এর মাজারের খাদেম ও গদ্দীনশীন ড. কাজী কামাল আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- আগামী ৯, ১০ ও ১১ এপ্রিল রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার হযরত রকীব শাহ্ (র.) এর ৩ দিনব্যাপী ৫৯তম উরশ শরীফ অনুষ্ঠিত হবে।
 
এতে হযরত রকীব শাহ্ (র.) এর ভক্ত-অনুরাগীসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

এই সম্পর্কিত আরো