সিলেটের তিন কৃতিসন্তান ও চিকিৎসককে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পরিবর্তিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়) ডীন হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
গত রবিবার (২৩ মার্চ) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে ডীনের দায়িত্ব দেয়া হয়।
জানা যায়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট আইন, ২০১৮-র ধারা ২৩-এর উপধারা ৫ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত প্রতিষ্ঠানসমূহের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গত ২৩ মার্চ ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে ডীনের দায়িত্ব দেয়া হয়।
ডীন ৩ জনের মধ্যে রয়েছেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে মেডিসিন, সার্জারি এবং বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদ; নর্থ ইস্ট মেডিকেল কলেজের নেফ্রোলজী বিভাগের অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামকে নার্সিং অনুষদ এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজের শিশু-সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ওয়েছ আহমদ চৌধুরীকে ডেন্টাল ও মেডিকেল টেকনোলজি অনুষদের ডীন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।