শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-১

সিলেটের ওসমানীনগরে সিএনজি অটোরিকশা চুরির সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানার পুলিশ।

গ্রেফতারকৃত উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের মোতিয়ার গাঁও গ্রামের আরিফ উল্লাহর পুত্র জাহাঙ্গীর মিয়া (২৬)। বৃহস্পতিবার দুপুরে মোতিয়ার গাঁও গ্রাম থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৫ আগস্ট নিজের মালিকানাধীন মৌলভীবাজার থ-১২-৯৩৯১ সিএনজি অটোরিকশা মোতিয়ার গাঁও গ্রামের তারু মিয়ার গ্যারেজে প্রতিদিনে ন্যায় রাতে রেখে যান একই গ্রামের এনাম মিয়া। গভীর রাতে সংঙ্ঘবদ্ধ হয়ে সিএনজি অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় ৫ জন ব্যাক্তি।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিষয়ে একাধিকবার শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর নিজের মালিকানাধীন সিএনজি অটোরিকশা ফিরে না পাওয়ায় গত বছরের ১৩ মার্চ জাহাঙ্গীর মিয়াসহ ৫জনকে অভিযুক্ত করে সিলেট অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন এনাম মিয়া। মামলা নং ৭৮। মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে তন্তের নির্শে দেন আদালত। দীর্ঘ তন্তের পর ৩১অক্টোবর দুই ব্যক্তির সংশ্লিস্টতার কথা উল্যেখ করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআই। পরে আদালত অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনায়া জারি করলে থানা পুলিশ অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে।

মামলার বাদী এনাম মিয়া বলেন, লীয় প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমে লিপ্ত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ উল্লাহর পুত্র যুবলীগ নেতা জাহাঙ্গীর মিয়া। আমার গাড়ি চুরির সাথে জরিত থাকার পরও দলীয় প্রভাবের কারণে আমার গাড়িটি ফেরত পাইনি। কিস্তির মাধ্যমে ক্রয় করা গাড়িটি ফিরিয়ে দেওয়ার জন্য দফায়-দফায় বৈঠক হলেও গাড়ি ফিরে না পাওয়ায় আমি আদালতের দারস্ত হয়েছি। মামলা দায়েরের পর থেকে আমাকে তারা নানা ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো। চুরির ঘটনায় জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী বাকি অভিযুক্তদের গ্রেফতারপূর্বক আমার গাড়িটি উদ্ধার করবেন।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্য (ওসি) মো: মোনায়েম মিয়া বলেন, পুলিশ অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভূক্ত জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো