সুনামগঞ্জের ধর্মপাশায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন রয়েল ওরফে হৃদয় (১৭) নামের এক কিশোর। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর।
শনিবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের চার জনকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রয়েল ওরফে হৃদয় বনগাবী গ্রামের আক্কাস মিয়ার দ্বিতীয় ছেলে। আহত দুই কিশোর নিজগাবী গ্রামের শফিকুল ইসলামের ছেলে বাবু ও মজিবুর রহমানের ছেলে অন্তর।