বিয়ানীবাজারে পবিত্র রমজানে মাসব্যাপী তারাবিসহ ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে ২৫ শিশুকে পুরস্কৃত করা হয়েছে। শনিবার দুপুরে বিয়ানীবাজার উপজলোর মুড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী নওয়াগ্রামের একটি বসতবাড়িতে নামাজে উৎসাহ জোগাতে এই বিশেষ প্রতিযোগিতার পুরস্কার শিশুদের হাতে তুলে দেওয়া হয়। মহতী এই প্রতিযোগিতার আয়োজন করে গ্রামের কিশোরদের সংগঠন নওয়াগ্রাম ব্রাইট এসোসিয়েশন।
আয়োজিত আলোচনা সভায় নওয়াগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুড়িয়া ইউনিয়ন পরিষদ সদস্য জামাল উদ্দিন।
এসোসিয়েশনের সদস্য শাহিন আহমদের পরিচলানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেদ আহমদ ও সাংবাদিক আহমদ রেজা চৌধুরী সহ আরো অনেকে।
এই ক্ষুদ্র প্রচষ্টো শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহী করে তুলবে। যেসব শিশু-কিশোররা নিয়মিত মসজিদে আসে তাদের দেখে অন্যরাও নামাজ আদায় করতে আসবে । তাই নওয়াগ্রাম ব্রাইট এসোসিয়েশনের এই ধর্মীয় উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সকলের।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, রমজান মাসের পূর্বে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এলাকার শিশুদেরকে আহবান করা হয়। আহবানের সাড়া দিয়ে শিশুরা প্রতিযোগিতায় তালিকাভুক্ত করে। প্রতিদিন শিশুদের মসজিদে উপস্থিতির বিষয়টি তদারকি করে তাদেরকে পুরস্কৃত করা হলো।