দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় পৌর সভার আজমল কনভেনশন হলে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক হট্টগোল ও উত্তেজনা ছড়িয়ে পরলে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, বিএনপি নেতা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী (রুমী), জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈনউদ্দীন সুহেল, নাজির আহমদ, এডভোকেট মাসুক আলম।
কর্মীসভায় জানানো হয় ৮-৯ ডিসেম্বর আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদপ্রত্যাশীরা জেলা বিএনপির অফিস থেকে আবেদন সংগ্রহ করতে হবে। ১১ ডিসেম্বর তা জমা দিতে হবে। শিগগিরই নতুন কমিটি হবে।