মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫
মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে পৌর শহরের অভিজাত এক রেস্টুরেন্টে ইফতারপূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. ইয়ামির আলী।

বক্তব্যে তিনি ঈদের পরদিন কুলাউড়ায় কেন্দ্রীয় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য গণমাধ্যম কর্মীসহ সকলের স্বস্ব অবস্থান থেকে সহযোগিতা কামনা করে বলেন, ইতিমধ্যে অনুষ্ঠানটি সফলে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

যানজট নিরসনে ওইদিন শহরের দক্ষিণ পাশে ফুটবল মাঠে এবং উত্তর পাশে হাসপাতাল সম্মুখস্থ সরকারি রাস্তার পাশে মোটরসাইকেলসহ যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্নের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সাংবাদিক  ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন, পৌর আমির মো. রুহুল আমিন রইয়ব, সেক্রেটারি সিনিয়র শিক্ষক মো. মনসুর আহমদ তালুকদার, সাবেক পৌর সভাপতি কাজী জসিম উদ্দিন মামুন প্রমুখ।

এই সম্পর্কিত আরো