পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও স্বল্প আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে শহীদ মেমোরিয়াল ট্রাস্ট এবারও এগিয়ে এসেছে মানবিক সহায়তা নিয়ে।
সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর হাজীপুর শেখ চাঁন ভিলা নিবাসী, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ও শহীদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি শহীদ আবুল কালাম সেতু- ট্রাস্টের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ উপহার প্রদান করেন।
শনিবার (২৯ মার্চ) এলাকার শতাধিক স্বল্প আয়ের মানুষের হাতে এসব নগদ অর্থ তুলে দেওয়া হয়। ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই মহতী উদ্যোগ, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
শহীদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ দিকে এবারও এই মহতী উদ্যোগের জন্য স্থানীয় বাসিন্দারা ট্রাস্টের সভাপতি শহীদ আবুল কালাম সেতুসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আরও বৃহৎ পরিসরে এ ধরনের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।