কানাইঘাটে হারিছ চৌধুরৗ ফাউন্ডেশনের উদ্যোগে শফিকুল হক চৌধুরী এতিমখানার শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়ে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৩টায় এতিমখানায় থাকা শিশেদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ৩নং দিঘিরপার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হারিছ চৌধুরী ফাউন্ডেশন দিঘিরপার ইউনিয়নের কো-অর্ডিনেটর আলতাফ উদ্দিন, হারিছ চৌধুরী ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর অধ্যাপক ইবাদুর রহমান, ডা. মইনুল হক, মাতাব উদ্দিন চৌধুরী (জকিগঞ্জ), মো. বখতিয়ার চৌধুরী প্রমুখ ।
উপহার সামগ্রী বিতরণ শেষে হারিছ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর কবর জিয়ারত ও মোনাজাত করা হয়।