✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে দিন-দুপুরে দু:সাহসিক চুরি : স্বর্ণালঙ্কার নগদ টাকাসহ মালামাল লুট


সিলেটের বিশ্বনাথে ৪টি পরিবারে দিন-দুপুরে দু:সাহসিক চুরি হয়েছে। স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুঠ করা হয়েছে ৪ পরিবারের ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিশ্বনাথ সদর ইউনিয়নের ধীতপুর গ্রামে। ধীতপুর গ্রামের আসর উল্লার পুত্র ব্যবসায়ী হেলাল মিয়া (৩০) এমনটি দাবি করেছেন। তিনি জানান, শুক্রবার বিকেল ২টা থেকে ৩টার মধ্যে তাদের বাড়িতে ওই ডাকাতির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। তবে দিন-দুপুরে এমন চুরির ঘটনায় সর্বত্র চরম আতঙ্ক বিরাজ করছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হেলাল মিয়া এই প্রতিবেদককে জানান, শুক্রবার পৌর শহরের আনিকা কমিউনিটি সেন্টারে আমার বোনের বিয়ে ছিল। বিয়ের অনুষ্ঠানে বাড়ির চারটি পরিবারের লোকজনের সবাই গিয়ে ছিলেন কমিউনিটি সেন্টারে। ফলে বাড়িটি হয়ে পড়ে লোকশূন্য। আর বাড়িটি লোকশুন্য থাকায় বাড়ির চারটি পরিবারের বসত ঘরের তালা ভেঙ্গে সর্বস্ব লুট করে নিয়ে গেছে ডাকাত দল। 

ব্যবসায়ী হেলাল মিয়া আরোও জানান, ডাকাতিকালে ডাকাত দল ঘরে থাকা ৪ ভরি স্বর্নালঙ্কার, নগদ ৪ লাখ টাকা, দামি কাপড়, তার চাচাতো ভাই আইয়ুব আলী (৬৫) ঘরে থাকা নগদ ৩ হাজার টাকা, কাপড় ও আরেক চাচাতো ভাই তনজব আলীর ঘরে থাকা প্রায় ২০ হাজার টাকা, কাপড় এবং জামাল মিয়ার ঘরে থাকা প্রায় ১৫ হাজার টাকা, কাপড় লুট করে নিয়ে গেছে।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া জানান, এটা ডাকাতি নয়, চুরির ঘটনা। তবে বিষয়টি অনেক বড় ধরণের। তদন্ত সাপেক্ষে এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।

এই সম্পর্কিত আরো