মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বুধবার দুপুর ২টায় নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ অ্যাডভোকেট, অরুণ দেবনাথ অ্যাডভোকেট, কেন্দ্রীয় সদস্য ব্যবসায়ী নেতা মো. লায়েক মিয়া, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সহ-সভাপতি নুরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, যুবসংগঠক রাহেল বক্ত, শিক্ষানবিশ আইনজীবী তামিম রহমান চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা গত ২৪শে মার্চ সোমবার দৈনিক বাংলাদেশ প্রতিদিনে সাবেক এমপি বিশিষ্ট কলামিস্ট গোলাম মাওলা রনি’র এক নিবন্ধে প্রকাশ- বিগত ৭ মাসে দেশে ৫ হাজার কোটিপতির জন্ম হয়েছে। সভায় বক্তারা এই ৫ হাজার কোটিপতি জাতির ঘাড়ে কিভাবে সৃষ্টি হলো দুর্নীতি দমন কমিশনকে এই বিষয়ে খতিয়ে দেখার জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, রক্তাক্ত জুলাই-আগস্ট বিপ্লবের মূল লক্ষ স্বাধীনতার দুশমন এই বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন গ্রহণ করা। বিগত সরকার দেশকে লুটেরা, ঋণ খেলাপী, দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছিল। ৭১ ও ২৪ এর চেতনা ধারণ করেই নৈরাজ্য, দুর্বৃত্ত ও দুর্নীতিবাজদের শায়েস্তা করতেই রাষ্ট্র সংস্কার সম্পন্ন করেই অতি দ্রুত সকল গণ পরিষদ ও ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য বিপুল জনসমর্থনপুষ্ঠ অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানান। সভা শেষে উন্নত বাংলাদেশ নির্মানের প্রত্যাশায় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইকবাল হোসেন চৌধুরী।