মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনের উদ্যোগে রমজানে মাসব্যাপী নুরানী পদ্ধতিতে কোরআন প্রশিক্ষনের পুরুস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় শমশেরনগর ইসলামিক মিশনের হলরুমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং নুরানী শিক্ষার সমাপনি অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা: মৌসুফা মেহেরীবান এর সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হকের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির কমলগঞ্জ ইউনিটের যুগ্ন সম্পাদক ও দৈনিক ভোরেরডাকের সাংবাদিক জয়নাল আবেদীন, ইসলামী মিশনের এল. ডি. এ মো. নাছির উদ্দিন, শিংরাউলী দারুস সালাম মক্তব শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা মো. কামাল উদ্দিন আল-হাবিব, নুরানী প্রশিক্ষক মো. আব্দুল গফুর, আছকন আলী প্রমুখ।