কুলাউড়ার জনপ্রিয় অনলাইন পোর্টাল ভয়েস অফ কুলাউড়ার আয়োজনে এক অভিজাত রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৫টায় পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন কুলাউড়া দক্ষিণ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো. আশরাফ হোসাইন।
পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন কুলাউড়া ফায়ার সার্ভিস মসজিদের ইমাম মাওলানা মো. শাহনুর হোসেন। পোর্টালের সম্পাদক আব্দুল কাইয়ুম মিন্টুর পরিচালনায় ও ব্যবস্থাপনা সম্পাদক নুরুল ইসলাম ইমনের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে ফিলিস্তিনের মুসলমানসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।