সিলেটে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে উপশহরে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে নগরীর শিবগঞ্জ থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি সিলেট নগরীর শিবগঞ্জ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপশহরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে লিপ্ত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাবিবুল বাশার হাবিব ভাই এর সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রদল নেতা রেজাউল ইসলাম নাহিদের পরিচালনায় বক্তব্য দেন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য রাহিল আহমেদ জুয়েল, এমদাদুর রহমান মোমেন, কাওছার উদ্দিন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদল নেতা ইনজামাম গজনবী প্রিন্স, এমদাদুর রহমান মোমেন, দিলওয়ার হোসেন, মোঃ কাউসার উদ্দিন, ফাহিম আহমদ, সুমন আহমদ, ২১ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক জুবেল আহমেদ স্বপন, জুনেদুর রহমান জুনেদ, মাহমুদুল হাসান বাবর, পারভেজ আহমদ, আরিফ আহমদ, ইফতেখার আহমেদ তোফায়েল, গ্রীন হিল স্টেট কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন, সাজন আহমেদ সাজু, ২১ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব রেদুয়ানুর রহমান রাব্বি, আজাদুর রহমান আজাদ, আরটিএম আল কবীর টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মাহিনুল ইসলাম খান, সাধারণত সম্পাদক আবু সাইদ প্রমুখ।