আজ ২৪ মার্চ ২৩ রমজান শ্রমিক মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা মিলনায়তনে ইসলামে শ্রম অধিকার শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্পন্ন করা হয়।
উপজেলা সহ-সভাপতি মাওলানা জহির উদ্দীনের সভাপতিত্বে, শ্রমিক মজলিস সেক্রেটারি জুবায়ের আহমদ ও যুব মজলিস সভাপতি মুখলিসুর রহমানের যৌথ পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা বলেন, জৈন্তা গোয়াইনঘাট কোম্পানীগঞ্জের শ্রমিকরা হচ্ছেন বেশিরভাগই কোয়ারারি নির্ভর।যুগ যুগ ধরে এই অঞ্চলের মানুষ পাথর ও বালুমহল গুলোকে উপলক্ষ্য করে জীবন ও জীবিকা নির্বাহ করে আসছে।বিগত ফ্যাসিবাদী সরকারের সুবিধাবাদীরা নিজেরদের ব্যক্তিগত স্বার্থ হাসিল ও ভারতের বাণিজ্য স্বার্থ রক্ষার জন্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে পাথর কোয়ারি গুলো বন্ধ করে রেখেছে। তাই অবিলম্বে সিলেটের সকল পাথর কোয়ারি গুলো খুলে দিয়ে শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি করে দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন সিলেট জেলা সেক্রেটারি মাওলানা দিলোয়ার হোসাইন,জেলা কৃষি ও ছাত্র বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, শ্রমিক মজলিসে জেলা সভাপতি মুহাম্মদ আব্দুল কাইয়ুম, জেলা সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পাখিল বিলা মাদ্রাসা মুহতামিম মাওলানা ফয়জুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা সভাপতি সালমান আহমদ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলামা মাওলানা শামসুজ্জামান, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা হাসান আহমদ, উপজেলা সহ সভাপতি মাওলানা ওলীউর রহমান, সাধারণ সম্পাদক আজমল হক, সহ সাধারণ সম্পাদক মাশুক আহমদ মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক নুরুর রহমান, সহ সাংগঠনিক সুম্পাদক ডা:,আলীমুদ্দীন, ছাত্র বিষয়ক সম্পাদম হাফিজ সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম, সহ পাঠাগার মাওলানা মুহাম্মদ শামসুদ্দীন,সহকারী প্রশিক্ষন সম্পাদক মাওলানা আব্দুর রকিব, নির্বাহী সদস্য মাওলানা ফখরুল ইসলাম, চিকনাগুল ইউনিয়ন সভাপতি মাওলানা শাহিদুর রহমান, ফতেহপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মাশুক, যুব মজলিস সেক্রেটারি বিলাল আহমদ, ছাত্র মজলিস বায়তুলমাল সম্পাদক হাম্মদ মামনুন, মুফতি আব্দুল আজীজসহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, বিভিন্ম রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।