মঙ্গলবার, ০৬ মে ২০২৫
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

পণতীর্থ ও মহাবারুণী স্নান স্থান পরিদর্শনে পুলিশ সুপার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে পণতীর্থ ও মহাবারুণী স্নান এলাকা পরিদর্শন করেছেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ।

সোমবার (২৪ মার্চ) সকালে তিনি এ স্থানটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে পুলিশ সুপার পণতীর্থ ও মহাবারুণী স্নানের স্থানটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

এসময় তিনি সেখানে আগত পুণ্যার্থীদের সাথে কথা বলে তাদের নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন এবং তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন। 
আগামী ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত যাদুকাটা নদীর তীরে ঐতিহ্যবাহী মহাবারুণী স্নান অনুষ্ঠিত হবে। এতে দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে।

এই সম্পর্কিত আরো