বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অবৈধ সম্পদ অর্জন - শিক্ষা ব্যুরোর সাবেক ডিজির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত একাধিক বিয়ে করে আলোচিত সেই বন কর্মকর্তা পালানোর সময় আটক বিয়ে ভাঙতেই কাজ পাচ্ছেন না সামান্থা চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং কায়রো মিউজিয়াম থেকে ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ মোরার বাজারে সীরাত কনফারেন্স সম্পন্ন শাবিতে একাধিক শর্তে ছাত্ররাজনীতি চালুর সুপারিশ জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন তিন দলের ৪ নেতা সিলেটে উপদেষ্টা আসিফ নজরুল - অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জের জামালগঞ্জে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের আন্দোলনের পক্ষে একাত্মতা প্রকাশ করে উপজেলার উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে উপজেলার প্রধান প্রধান সড়কে মিছিলটি করা হয়।


এদিকে উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও পাড়া-মহল্লা থেকে আলেম-উলামা, মুসল্লি ও বিভিন্ন শ্রেণিপেশার ধর্মপ্রাণ শত-শত মানুষ খন্ড খন্ড মিছিল করেন।

এসময় বিক্ষোভ মিছিল শেষে মাওলনা আলতাফুর রহমানের সভাপতিত্বে ও মাও. মাছরুফের সঞ্চালনায় সমাবেশ পরবর্তী বক্তব্য রাখেন, মাওলানা কাউসার আহমদ, মাওলানা আলী আকবর, মাওলানা মফিজুর রহমান আলাল, আলী আক্কাস মুরাদ, আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মতিউর রহমান, আতিকুর রহমান,ক্বারী আব্দুল কুদ্দুস,হাফিজ আরিফুল ইসলাম রনি, মাওলানা তৌহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলো ফিলিস্তিনকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। সেখানে নারী, শিশু ও বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। বোমা হামলায় রক্ত ঝরছে নিরীহ মানুষের। এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্ব আর বসবাসের উপযোগী থাকবে না। আমরা ইসরায়েলের বর্বরতা ও তাদের সহযোগী সাম্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র নিন্দা জানাই। সেই সাথে ইসরায়েলের পণ্য বয়কটের দাবি জানিয়েছে।


এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। সভ্যতার নামে যারা আমাদের নীতিকথা শোনায়, তারা ফিলিস্তিনের পক্ষে কেন কথা বলে না—এ প্রশ্ন আজও রয়ে গেছে। দখলদার রাষ্ট্র ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনকে কোণঠাসা করছে। যদি এই নিপীড়ন চলতে থাকে, তবে কয়েক দশকের মধ্যেই ফিলিস্তিন বিশ্ব মানচিত্র থেকে মুছে যেতে পারে। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।


এসময় বক্তারা ইসরাইলকে উগ্র-সাম্প্রদায়িক সন্ত্রাসী আখ্যায়িত করে ফিলিস্তিনের মুক্তির পক্ষে ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

এই সম্পর্কিত আরো

অবৈধ সম্পদ অর্জন শিক্ষা ব্যুরোর সাবেক ডিজির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

একাধিক বিয়ে করে আলোচিত সেই বন কর্মকর্তা পালানোর সময় আটক

বিয়ে ভাঙতেই কাজ পাচ্ছেন না সামান্থা

চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং

কায়রো মিউজিয়াম থেকে ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ

মোরার বাজারে সীরাত কনফারেন্স সম্পন্ন

শাবিতে একাধিক শর্তে ছাত্ররাজনীতি চালুর সুপারিশ

জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন তিন দলের ৪ নেতা

সিলেটে উপদেষ্টা আসিফ নজরুল অনেক কাজ করেছি যা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের