সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর মাদ্রাসাবাজারে শেখ ছাদেক ফুটবল একাডেমির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) স্থানীয় মাদ্রাসাবাজার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে সম্মিলিতভাবে ইফতার করেন এবং দোয়া মাহফিলে অংশ নেন।
একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি মো. রাজু খানের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী মো. হারুন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ি নাজিম উদ্দীন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, একাডেমির দায়িত্বশীলগন এবং ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।
শেখ ছাদেক ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা শেখ ছাদেক বর্তমানে আমেরিকা প্রবাসী হলেও, তার একাডেমির মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলায় উজ্জীবিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মাহফিলে ক্লাব, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন কারি মো. জুনায়েদ আহমদ।