মৌলভীবাজারের কুলাউড়ায় ইজারা চুক্তি লঙ্ঘন করে চাতলাপুর ব্রিজের পাশ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের মেশিন বসানো ও বালু উত্তোলনের অপরাধে ইজারাদারের সাব ম্যানেজার শাহ আহমদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের চালতাপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
তিনি জানান, শাহ আহমদকে ১ লাখ টাকা জরিমানা করে ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে ছেড়ে দেওয়া হয়েছে। একই অপরাধে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়ার ছেলে আজমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।