✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে জোরপূর্বক ধান কেটে নিয়ে গেল সন্ত্রাসীরা

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বড়গুল ড়ুাম থেকে বর্গাচাষী খালিক মিয়া (৬৩) নামের এক বৃদ্ধের ধান কেটে নিয়ে গেছে একদল সন্ত্রাসী। তিনি বড়গুল গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে। ২১ নভেম্বর ভোর সাড়ে ৬টায় বড়গুল গ্রামের খালিক মিয়ার বাড়ির পাশের জমি থেকে জোরপূর্বক ধান কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২৪ নভেম্বর ১৫ জনের নাম উল্লেখ করে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতে মামলা (সি.আর. ৪৪২) দায়ের করেছেন বর্গাচাষী খালিক মিয়া। আদালত মামলা রেকর্ড করার জন্য গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে নির্দেশ দেন। 

 
আসামিরা হলেন খালিক মিয়ার ছেলে মনির উদ্দিন (৫০), মনির উদ্দিনের ছেলে কামাল উদ্দিন ও আশরাফুল (২২), মৃত আবদুল খালিকের ছেলে আলকাছ মিয়া (৫০), মৃত বখই মিয়ার ছেলে ফরিদ উদ্দিন (৪০), শফিকুর রহমানের ছেলে নুর উদ্দিন (৩৫) ও শাহাব উদ্দিন (৩০), শফিক উদ্দিনের ছেলে নাহিদ মিয়া, মাহমুদ মিয়ার ছেলে আবদুল জলিল (৪৫) ও শহিদ মিয়া (২৫), মৃত মারজান আলীর ছেলে আলা উদ্দিন, মৃত আহমদ আলীর ছেলে হাসিম (৫৫), আসাব (৪০), আব্দুল আলী (৩৫) ও নিজাম (৩০)।


মামলা সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের বড়গুল এলাকার বাসিন্দা দরিদ্র খালিক মিয়া (৬৩) পরের জমিতে বর্গাচাষ করে পরিবার চালান। ২১ নভেম্বর ভোর সাড়ে ৬টায় মনির উদ্দিন, কামাল উদ্দিন ও আশরাফুলসহ একদল সন্ত্রাসী বড়গুল গ্রামের বর্গাচাষী খালিক মিয়ার বাড়ির পাশের জমিতে তার ক্ষেত থেকে ধান কাটতে থাকেন। খবর পেয়ে খালিক মিয়া ও স্বাক্ষীরা দৌঁড়ে গিয়ে তাদের বাধা দিলে খালিক মিয়াকে কাচি দিয়ে হত্যার হুমকি প্রদান করে মনির, কামল ও তাদের সাথে থাকা সন্ত্রাসীরা। এসময় খালিক মিয়ার ধান ক্ষেত থেকে জোরপূর্বক ৮০ হাজার টাকা মূল্যের ধান কেটে প্রধান আসামি মনির উদ্দিনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। খালিক মিয়া এর প্রতিকার চেয়ে স্থানীয় গ্রামের মুরব্বিদের কাছে যান। স্থানীয় মুরব্বিরা এর কোনো প্রতিকার দিতে না পারায় বর্গাচাষী খালিক আদালতে মামলা দায়ের করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ সরকার জানান, বিজ্ঞ আদালতের নির্দেশ অনুযায়ী মামলা রেকর্ড করা হয়েছে। আসামি আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এই সম্পর্কিত আরো