✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে শিশুদের ঝগড়া নিয়ে প্রবাসী খুন

সিলেটের কানাইঘাটে শিশুদের ঝগড়া নিয়ে সংর্ঘষে প্রাণ হারিয়েছেন রশিদ আহমদ নামের এক কাতার প্রবাসী। সোমবার (১৭ মার্চ) ভোররাতে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়েনের খালোপাড় গ্রামে এ ঘটনা ঘটে। রশিদ ওই গ্রামের মৃত আনা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রশিদ আহমদ ও প্রতিবেশী মৃত অহি হোসেনের ছেলে রাজু আহমেদ (২২) ও সাজু আহমেদের (১৮) মধ্যে শিশুদের ঝগড়া নিয়ে কথা কাটাকাটি হয়। সোমবার ভোররাত চারটার দিকে রশিদ আহমদ রাজু আহমদদের বাড়িতে গেলে ফের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ান। এসময় রশিদ আহমদকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আউয়াল বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামালা দায়ের হয়নি। কেউ আটকও হয়নি। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো