দক্ষিণ সুরমা থানা থেকে সফিক নামের ছিনতাইকারী দলের এক সদস্যকে আক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। রোববার ভোরে দক্ষিণ সুরমা থানাধীন শাহ সিকান্দার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত সফিক (৩৫) দক্ষিন সুরমা থানার তেলিবাজার এলাকার আব্দুর নূরের ছেলে। তার বিরুদ্ধে এসএমপির জালালাবাদ থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়, গ্রেফতার আসামিকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।