বিশ্বনাথে রামপাশা ইউনিয়নে মসজিদে তারাবির নামাজে যাওয়ার পথে উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও শালিস ব্যক্তিত্ব আব্দুল গণিকে কোপানোর খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বিশ্বনাথ থানা বিএনপির সিনিয়র সদস্য, রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আরব আমিরাত শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিদাতা মো. খসরু মিয়া।
এসময় খসরু মিয়া চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল মালিক গণির চিকিৎসার খোঁজখবর নেন ও আশু রোগমুক্তির কামনা করেন।
বিএনপি নেতা খসরু মিয়া এক প্রতিক্রিয়া বলেন, বিশ্বনাথ বিএনপি নেতা গণি মিয়ার উপর হামলাকারী সন্ত্রাসীরা যেই দলের হোক তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। কারণ অপরাধীদের কোন দল নেই, তার অপরাধীই। আমাদের দেশনায়ক তারেক রহমান এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন।
তিনি অবিলম্বে গণি মিয়ার উপর হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।