সিলেট নগরীতে অবৈধভাবে দখলকৃত ফুটপাত থেকে হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
আজ বুধবার দুপুরে মহানগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে নগরীর বন্দরবাজার, কোর্টপয়েন্ট হয়ে জিন্দাবাজার পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. মতিউর রহমান খান।
এ সময় বিভিন্ন মার্কেটের সামনে রাখা ব্যবসায়ীদের মালপত্র এবং ফুটপাত থেকে হকারদের বিভিন্ন রকম পণ্য জব্দ করা হয়।