বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনার সিদ্ধান্ত - সাদাপাথর ও জাফলং বাঁচাতে ৫ দফা সিদ্ধান্ত নিল প্রশাসন সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন কুলাউড়ায় যানজট নিরসনে বৈঠক, নিয়ম ভাঙলেই ব্যবস্থা: ইউএনও জাফলংয়ে জেলা প্রশাসনের অভিযান স্থলবন্দর নিয়ে ক্ষমতা কায়েমের নতুন বিতর্ক - “নির্বাচন বানচাল করে তামাবিল স্থলবন্দরের অঘোষিত সম্রাট শাহপরাণ” সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল হবে কিনা, জানা যাবে ২ সেপ্টেম্বর সুনামগঞ্জে বিজিবির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ রায়হান হত্যা মামলা - জামিন পেয়েই ভারতে পালালেন এসআই আকবর ১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১০৫ কোটি ডলার সিলেটে এবার মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুরে মাটি খেকোদের ভয়ংঙ্কর থাবা, সড়কে দূর্ভোগ

দায়িত্বশীলদের দায়িত্বহীনতায় গত এক মাস ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাটিয়ান ও শনি হাওর থেকে প্রশাসনের চোখের সামনেই এস্কেভেটর দিয়ে দিন-রাত ফসলি জমি,হাওরের কান্দা(উচু জমি)এবং নদী থেকে মাটি কেটে বিক্রি করছে মাটিকাটা সিন্ডিকেটের সদস্যরা।

কিন্তু আইনশৃঙ্খলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অনিয়মের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থাগ্রহণ না করায় মাটিকাটা সিন্ডিকেটের সদস্যরা বেপরোয়া হয়ে উঠছে। যেন তারা ঐ সিন্ডিকেটের কাছে অসহায়।

এনিয়ে সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে। 

মাটিয়ান হাওর পাড়ের কৃষক রফিক মিয়াসহ সড়ক দিয়ে চলাচলকারী লোকজন জানান,মাটি বহনকারী ট্রাক্টর থেকে মাটি পড়ে সড়ক থোপ থোপ মাটি পড়ায় ধূলা-বালুর কারণে সর্দি,কাশি এবং শ্বাসকষ্ট রোগে ভুগতে হচ্ছে। এছাড়াও ফাটল ও ভেঙে যাচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক। এ অবস্থায় হঠাৎ ছিটেফোটা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে রাস্তা ভিজে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 

এলাকাবাসীর অভিযোগ,চক্রটি প্রশাসনকে ম্যানেজ করে কৃষির জমি টপসয়েল,হাওরের কান্দা(উচু জমি) ও নদী থেকে মাটি কেটে বিক্রি করছে গত এক মাস ধরে। চক্রটি গত ৫ই আগস্টের পর দল পরিবর্তন করে বর্তমানে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের সাথে একাট্টা হয়ে পুনরায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের ভয়ে স্থানীয় এলাকাবাসী কোন কথা বলার সাহস পাচ্ছে না। মাটি কেটে মাহিন্দ্রা ট্রাক্টর দিয়ে অতিরিক্ত বোঝাই করে গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলাচলে ভেঙে যাচ্ছে সড়ক,একেই সাথে চলাচলে ধুলায় সয়লাব হয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়,জেলার তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়ন মাটিকাটা সিন্ডিকেট মাটিয়ান ও শনি হাওর সহ বিভিন্ন হাওর থেকে ফসলি জমি ও হাওরের কান্দা থেকে মাটি কেটে তাহিরপুর-বাদাঘাট সড়ক,তাহিরপুর- আনোয়ারপুর সড়ক,আনোয়ারপুর-ফতেপুর সড়ক সহ বিভিন্ন সড়ক দিয়ে মাহিন্দ্র ট্রাকে করে মাটি পরিবহণ করে বিভিন্ন পুকুর,ডোবা,নতুন বাড়ির জায়গায় মাটি ভরাট ও নিচু জমি ভরাট করছে মাটি দস্যুরা।

নাম প্রকাশে অনিচ্ছুক তাহিরপুর বাদাঘাট ও তাহিরপুর আনোয়ার সড়কের চলাচলকারী মানুষজন জানান,দেশের পটপরিবর্তনে পর আরও বেপরোয়া মাটিকাটা সিন্ডিকেট। প্রশাসন এই অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করছে না। মনে হচ্ছে প্রশাসন তাদের ভয় পায় আমাদের মত।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম জানিয়েছেন,মাটিকাটা ব্যক্তিদের ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে কিংবা তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনার সিদ্ধান্ত সাদাপাথর ও জাফলং বাঁচাতে ৫ দফা সিদ্ধান্ত নিল প্রশাসন

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন

কুলাউড়ায় যানজট নিরসনে বৈঠক, নিয়ম ভাঙলেই ব্যবস্থা: ইউএনও

জাফলংয়ে জেলা প্রশাসনের অভিযান

স্থলবন্দর নিয়ে ক্ষমতা কায়েমের নতুন বিতর্ক “নির্বাচন বানচাল করে তামাবিল স্থলবন্দরের অঘোষিত সম্রাট শাহপরাণ”

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল হবে কিনা, জানা যাবে ২ সেপ্টেম্বর

সুনামগঞ্জে বিজিবির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

রায়হান হত্যা মামলা জামিন পেয়েই ভারতে পালালেন এসআই আকবর

১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১০৫ কোটি ডলার

সিলেটে এবার মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা