সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন আগামী ১৫ মার্চ পালন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অবিহিতকরণ সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীরের সভাপতিত্বে এ কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য দেন, জামালগঞ্জ মেডিক্যাল অফিসার ডা. শরীয়ত উল্লাহ, মেডিক্যাল অফিসার (বিডিএস) ডা. শাহীন মিয়া, স্যানিটার ইন্সপেক্টর আলী আহসান, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সহসাধারণ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ ও উপজেলার প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্যকর্মীগন।
এসময় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর বলেন, 'আগামী ১৫ মার্চ জামালগঞ্জে ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়স পর্যন্ত ৩১২১ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস নীল রঙের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৪১১২ জন শিশুকে - ভিটামিন 'এ’ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।' তিনি জাতীয় ও গুরুত্বপূর্ণ এ কর্মসূচি শতভাগ সফল করতে সকল পেশাজীবি ও সচেতন নাগরিকের সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।