সুনামগঞ্জের জামালগঞ্জে ৫০পিচ ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ। গতকাল সোমবার রাতে ভীমখালী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সাচনা বাজার ইউনিয়নের দূর্লভপুর গ্রামের মঈনুল হকের ছেলে আমির হামজা(২৪),একই গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে সহিবুর রহমান(২৫)।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়,আমির হামজা ও সহিবুর মোটরসাইকেল যোগে বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রি করার উদ্দেশ্য আসলে জামালগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছ থেকে পলিথিনের কাগজে মোড়ানো ৫০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫হাজার টাকা। সাথে থাকা মোটরসাইকেল ও এসময় জব্দ করা হয়।
এবিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা সাইফুল ইসলাম জানান, দুইজনের কাছ থেকে ৫০পিচ ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।