সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন তারা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করছেন।
সোমবার (১০ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জিয়া মঞ্চ সিলেট মহানগর আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনারের গণ ইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তারা দেশকে অস্থিতিশীল করে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে। কাজেই নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে ততই দেশের জন্য মঙ্গল হবে।
সম্প্রতি শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কয়েস লোদী বলেন, অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণ করতে পারছেনা। নির্বাচিত সরকার ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই দেশের জন্য মঙ্গল।
মহানগর জিয়া মঞ্চের আহবায়ক মাসুদ আহমদ কবিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ রাজন আহমদের পরিচালনায় গণ ইফতারে প্রধান বক্তার বক্তব্যে রাখেন মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, বিমানবন্দর থানা বিএনপির সভাপতি আব্দুল কাদির সামসু, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমদ, বিএনপি নেতা আব্দুল্লাহ শফি শাহেদ, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, ছাত্রদল অর্গানাইজেশন অল ইউরোপের সভাপতি আবু জাফর রাসেল, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোয়েব মুন্না, মহানগর জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ, যুগ্ন আহ্বায়ক কাজী আসাদুজ্জামান ওয়াসিম, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি কাজী মকসুদ, যুগ্ন সম্পাদক ডাক্তার তানভীর, যুগ্ন আহবায়ক শানুর মিয়া, যুগ্ন আহবায়ক শাহিন আহমদ, যুগ্ন আহবায়ক শাহেদ আহমদ , যুগ্ন আহ্বায়ক মেহেদী, লিভিং ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানাসহ জিয়া মঞ্চে বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি