✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশি তৎপরতা জোরদার করা হবে : পুলিশ সুপার

পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বলেছেন, সুনামগঞ্জের দিরাইয়ে খাস জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হাতে তৈরী অবৈধ অস্ত্র ব্যবহার হয়েছে। সাংবাদিকদের কাছ থেকে আমরা এই তথ্য পেয়েছি। যে কোনো মূল্যে তাদের গ্রেফতার করা হবে।


সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। 

নবাগত পুলিশ সুপার বলেন, শহরে ট্রাফিক সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সহিংসতা, মাদক,চোরাচালানসহ সব ধরণের অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশি তৎপরতা জোরদার করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।


মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, সুনামগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ, টিআই (প্রশাসন)সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সম্পর্কিত আরো