✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে গরু-মহিষসহ কোটি টাকার বেশি চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


সোমবার (১০ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।


তিনি বলেন, সোমবার (১০ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, দমদমিয়া, বিছনাকান্দি বিওপি এবং ডিবিরহাওর স্পেশাল ক্যাম্পের বিভিন্ন সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বাসমতি চাল, মহিষ, গরু, হেয়ার অয়েল, জিরা, ক্লপ জি ক্রিম, কমলা, চিনি, মেহেদী, চকলেট, ট্যাং, শুটকি, সাবান, সুপারি এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করা হয়। 

আটক মালামালের সিজার মূল্য ১ কোটি ৪ হাজার ৮৭৫ টাকা। এসব মালামালের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরো