✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বন্ধু মহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটির ইফতার বিতরণ

বন্ধু মহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটির উদ্যোগে ৬ মার্চ বৃহস্পতিবার সিলেট নগরীর বন্দরবাজারস্থ সিলেট সিটি কর্পোরেশনের সম্মূখে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এমসয় ছিন্নমূল ও পথচারীদের মধ্যে ইফতার বিতরন করেন।  

এসময় সংগঠনের নেতৃবৃন্ধ সাংবাদিকদের বলেন, পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে; সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় আসুন পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। 

এছাড়া তারা বলেন, আমরা ছিন্নমূল ও পথচারীদের মধ্যে মাসব্যাপী ইফতার বিতরণ করব, আজ ৫ রমজান আমরা নগরীর বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করে আসছি । আমাদের এ উদ্যোগে পুরো রমজানব্যাপী চলবে।  ইনশাআল্লাহ।  

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমান আহমেদ, শাহরুল আলম চৌধুরী, আরিফ আদনান, হাবিবুর রহমান সজিব, সাইফুল ইসলাম নিপু, আরফিন মাসুদ। প্রেস বিজ্ঞপ্তি।

এই সম্পর্কিত আরো