জৈন্তাপুরে দ্রুতগামী ব্যাটারীচালিত মিশুকের ধাক্কায় এক সেলুন মালিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির নাম দেবব্রত চন্দ্র(৫০)। সে চারিকাঠা ইউনিয়নের পশ্চিম সরুখেল গ্রামের দেবেন্দ্র চন্দ্রে পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ৬ মার্চ) দুপুরে লালাখাল চতুল সড়কের সাবেক চেয়ারম্যান আবদুল হকের বাড়ীর সামনে দূর্ঘটনাটি ঘটে। এ সময় দেবব্রত বাড়ী থেকে চতুল বাজার নিজ সেলুনে যাওয়ার পথে পিছন দিক থেকে দ্রুতগামী একটি ব্যাটারী চালিত মিশুক তাকে ধাক্কা মেরে পাশ্ববর্তী একটি শুকনো পুকুরে ফেলে দেয়। পরে স্হানীয়রা উদ্ধার করে তাকে একটি ফার্মেসীতে চিকিৎসা দিয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।