মৌলভীবাজারের কুলাউড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক জনসচেতনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) রাতে কুলাউড়া শহরের লাইফ কেয়ার (প্রাঃ) হাসপাতাল হল রুমে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সিনিয়র সহ-সভাপতি সৌম্য প্রদীপ ভট্রাচার্য সজলের সভাপতিত্বে নকল ও মেয়াদউত্তীর্ণ ঔষধ এবং রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় বন্ধে সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মেহেদী হাসান।
কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সহ-সভাপতি মোঃ শেলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সদস্য মোশাররফ হোসেন শামীম, আতিকুর রহমান আনু, প্রদীপ বাবু, বাদশা মিয়া, আসাদ চৌধুরী। অনুষ্ঠানে কুলাউড়া শহরের ফার্মেসী ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কুলাউড়া শাখার পক্ষ থেকে কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রয়াত আব্দুল হান্নান ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি সদ্য প্রয়াত হাজী চেরাগ আলীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহন করা হয়।