সিলেটে বাজার মনিটরিংয়ে বিএনপির নেতাকর্মীরা পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় সিলেটেও দ্রব্যমূল্যের দাম বাড়ছে। এতে ক্রেতা সাধারণের পড়েছেন বিপাকে। তাই বাজার মনিটরিং করতে এবার মাঠে নেমেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে সিলেট মহানগর বিএনপির সাধারণ এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপির একটি দল মহানগরের রিকাবীবাজার এলাকায় ফল শাক সবজি মাছ মাংস সহ সকল ধরণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেন। এসময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিভিন্ন পণ্যের দাম জানতে চান এবং অতিরিক্ত দাম না নিতে অনুরোধ করেন।
এমদাদ হোসেন চৌধুরী বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিদিন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছি। আমরা আশা করছি খুব শিগগিরই পরিস্থিতি সামাল দিয়ে সবকিছু নিয়ন্ত্রণে নেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।