সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ বোমা মেশিন অকেজো সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
গত সোমবার (৩রা মার্চ) বেলা ১১ টা থেকে দুপুর ২:টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী।
এ সময় সম্প্রতি সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বালু উত্তোলনের ইজারা নিয়ে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলনের খবরের অভিযোগে উপজেলার বড়গাঙ নদীর রুপচেং এলাকায় অভিযান চালায় প্রশাসন। এ সময় অভিযানে বোমা মেশিনের সত্যতা পেয়ে তা অকেজো করা হয়। এ সময় বোমা মেশিনের সাথে সংশ্লিষ্টরা মোবাইল কোর্ট দেখে পালিয়ে যাওয়ার ফলে কাউকে গ্রেফতার বা জরিমানা আদায় করা সম্ভব হয় নি।
পরে উপজেলার বেলীবিল এলাকায় একটি ক্রাশার মিল থেকে পরিবেশ বিনষ্টের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা-১৫ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আদায় সহ অন্য এক প্রতিষ্ঠান হতে মূল রাস্তার নিকটে বালু স্তুপ করে জনদূর্ভোগ সৃষ্টির দায়ে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও মহাসড়কে হেলমেট ছাড়া মটরবাইক চালানোর অপরাধে বাংলাদেশ সড়ক পরিবহন আইন -২০১৮ এর ধারা-৯২ অনুযায়ী ৩টি মামলা সহ দেড় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
৫ টি মামলায় মোট ৩৪ হাজার ৫০০শত টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী। তিনি জানান এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।