সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়ন এর লালবাজারে দোকান ঘর চুরি হয়েছে।
গতকাল রবিবার তারাবির নামাজের সময় লাল বাজারে চুরির এঘটনা ঘটে। জামালগঞ্জ থানায় দোকান মালিক ফজলুল করিম চুরির ঘটনায় মামলা দায়ের করেন। পুলিশ সূত্রে জানাযায়, লাল বাজারের ব্যবসায়ি ফজলুল করিম তারাবির নামাজ পড়ার জন্য দোকান ঘর লাগিয়ে স্থানীয় মসজিদে যান। তারাবির নামাজ পড়ে দরজা খোলে দেখেন দোকান ঘরের মাল এলোমেলো ভাবে পরে আছে। তারাবির নামাজের সময় দোকান ঘরের পিছনের উত্তর পাশের দেয়াল ভেঙ্গে চুরির এঘটনা ঘটে। দোকান থেকে নগদ তিন লক্ষ টাকা, সিগারেট যার মূল্য আনুমানিক পয়ত্রিশ হাজার টাকা এবং সিসি ক্যামেরা সহ অন্যান্য মালামাল নিয়ে যায়।
জামালগঞ্জ থানা পুলিশ এরমধ্যে একই ইউনিয়নের মৌলিনগর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো: লিয়াকত আলী (২৮) কে গ্রেফতার করেছে।
এব্যাপারে ওসি সাইফুল ইসলাম বলেন, চুরির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকীদেরকে গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।