মৌলভীবাজারের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল সাতগাঁও এলাকায় চা শ্রমিক বাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ২ জন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার সদর হাসাপালে প্রেরন করা হয়েছে।
সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
সোমবার (৩ মার্চ) সকাল ১০টার পর ঢাকা-সিলেট আঞ্চলিক মহা সড়কের সাতগাঁও চা-বাগান ফেক্টরির পাশে ঢালাই ভাঙ্গা নামক স্থানে আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাবার পথে ঢালাই ভাঙ্গা নামক স্থানে পিকআপের সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আশংকাজনক অবস্থায় দুইজনকে মৌলভীবাজার সদর হাসাপালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎিসক তাদের মৃত ঘোষনা করেন। নিহতরা হলেন আমরাইল চা-বাগানের সাধন দাসের পুত্র চা শ্রমিক বিশাল দাস (১৯) এবংএকই বাগানের রাম রবি দাসের পুত্র চা শ্রমিক হৃদয় রবি দাস (৩২)।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ থেকে ৯জন। এরমধ্যে গুরুতর আহত ৬জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি কার হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাল মর্গে রাখা হয়েছে।ইমন দেব চৌধুরী মৌলভীবাজার।