মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে দেড় শতাধিক মানুষকে খাদ্য উপহার দিল হাজী ইন্তাজ আলী মেমোরিয়াল ট্রাস্ট

পবিত্র রমজান মাস উপলক্ষে হাজী ইন্তাজ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবী মোহাম্মদ মিছবাহ উদ্দিনের অর্থায়নে সল্প আয়ের দেড় শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রীর প্যাকেট উপহার বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ পুরান বাজারে হাজী ইন্তাজ আলী ভবনে ট্রাস্টের কার্যালয়ে শনিবার (১লা মার্চ) বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজামান পিপিএম। তাঁর বক্তব্যে বলেছেন, হাজী ইন্তাজ আলী মেমোরিয়াল ট্রাস্ট সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এটা নি:সন্দেহে প্রসংসার দাবীদার। আর ইন্তাজ আলী একজন নেকগার সন্তান রেখে যাওয়া সন্তান মিছবাহ উদ্দিন আজ ভাল ভাল কাজ করে যাচ্ছেন। মোহাম্মদ মিছবাহ উদ্দিন সত্যিকার অর্থে একজন ভাল মানুষ। যোগ্য পিতার যোগ্য সন্তান। এমন মানুষের ধারা সমাজ, জাতী উপকার পাবে উপকৃত হবে।


বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সমাজকর্মী আব্দুন নূর।


এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ সাহেদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, মোহাম্মদ নূরুল ইসলাম, যুক্তরাস্ট্র প্রবাসী সাইদুর রহমান পলাশ, সংবাদকর্মী মোহাম্মদ আব্দুল্লাহ।

এই সম্পর্কিত আরো