বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দিনে দেবরের বিয়ে আর আগের রাতেই ভাবির মৃত্যু ; হৃদয়বিধারক দৃশ্যের অবতারণা সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বাড়ছেই রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সিইসিকে প্রধান উপদেষ্টার চিঠি জাফলং চা-বাগানে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামিসহ ৯ জন গ্রেফতার স্কুলে আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত তফশিলের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই - প্রথমার্ধে সাগরিকার গোলে এগিয়ে বাংলাদেশ হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১২ কোটি টাকা ব্যয়: উপদেষ্টা ফারুক জাতীয় স্বার্থে দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান
advertisement
সিলেট বিভাগ

সিলেটের সাংবাদিকদের সাথে একডো'র এডভোকেসি সভা

 

সিলেট অঞ্চলে বসবাসরত বিভিন্ন নৃতাত্ত্বিক তথা আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নে কর্মরত বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) সিলেটের সাংবাদিকদের সাথে এডভোকেসি সভা করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন এর সম্মেলন কক্ষে মিডিয়া কর্মী এবং সরকারী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

এই এডভোকেসি সভায় সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ( ইমজা) ও সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আনিকা তাবাসসুম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ মিঠু, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হমিদ। সভার শুরুতেই একডোর প্রকল্প এলাকা সিলেটের তিনটি চা বাগানের চিত্র তুলে ধরেন একডোর প্রকল্প সমন্নয়ক মোমতাহিনুর রহমান চৌধুরী।  

সভায় জানানো হয়, একডো একটি বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। একডো বর্তমানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউরোপীয় ইউনিয়ন ও অক্সফাম ইন বাংলাদেশের যৌথ সহযোগিতায় লিডারশিপ ডেভলপমেন্ট অফ টি লেবার ওমেন ওয়ার্কার অন দেয়ার রাইটস' শিরোনামে নারী চা-শ্রমিকদের মধ্যে নেতৃত্ব বিকাশ এবং তাদেরকে অধিকার সচেতন করে তোলার লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। 

একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ বলেন, আমরা চা-শ্রমিকদের মধ্যে নেতৃত্ব বিকাশ এবং তাদেরকে অধিকার সচেতনতা নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি নানা সমস্যায় জর্জরিত তারা। নূনতম খাবার, স্বাস্থ্যসেবা, শিক্ষা পান না চা শ্রমিক ও তাদের সন্তানেরা। আমরা একটি প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের জন্য কাজ করতে পারি। কিন্তু এই নিপীড়িত মানুষদের জন্য দরকার দীর্ঘমেয়াদি সুযোগ সুবিধা ও তাদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য দরকার সরকারের সুনির্দিষ্ট নীতিমালা। সরকার সহ সর্বসাধারণের কাছে তাদের কষ্টে ভরা জীবনচিত্র তুলে না ধরলে এই সমস্যাগুলোর সমাধান করা যাবে না। তাই আমরা মনে করি এক্ষেত্রে সাংবাদিকরা তাদের সংবাদের মাধ্যমে বিশেষ ভূমিকা রাখতে পারবেন। এই লক্ষ্যেই আজকের এডভোকেসি সভার আয়োজন করেছি আমরা। 

সভায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আনিকা তাবাসসুম বলেন, চা বাগান ছবিতে যত ‍সুন্দর ততটাই কষ্টদায়ক চা শ্রমিকদের জীবন। এটা আমি যখন সিলেটে পেশাগত কাজে আসি তখনিই উপলব্ধি করতে পেরেছি।একডো এখন পর্যন্ত তাদের জন্য যা করছে তা অবশ্যই প্রশংসনীয়। ভবিষ্যতে যদি একডো থেকে নারীদের স্বাস্থ্য সুরক্ষা বা গর্ভবতী নারীদের নিয়ে কোনো আয়োজন করা হয় তবে আমাদের অফিস থেকে সার্বিক সহযোগিতা থাকবে। এবং গর্ভকালীন স্বাস্থ্যসেবা নিয়ে চা বাগানের কিছু সংখ্যক নারীদের প্রশিক্ষণ দিতে পারলে তারা শুধু একা নয়, তাদের আশপাশের সকল নারীদের এ ব্যাপারে সচেতন করতে পারবেন।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আমরা সবসময়ই চা শ্রমিকদের পাশে আছি। তাদের সব ধরনের বিপদে আপদে, আন্দোলনে সাংবাদিকরাই সবার আগে যায় সংবাদ প্রকাশ করে। ভবিষ্যতেও চা শ্রমিকদের অধিকার আদায়ে সাংবাদিকদের কলম ও ক্যামেরা আরও ব্যাপক আকারে চলবে।

এই সম্পর্কিত আরো

দিনে দেবরের বিয়ে আর আগের রাতেই ভাবির মৃত্যু ; হৃদয়বিধারক দৃশ্যের অবতারণা

সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বাড়ছেই

রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সিইসিকে প্রধান উপদেষ্টার চিঠি

জাফলং চা-বাগানে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামিসহ ৯ জন গ্রেফতার

স্কুলে আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত

তফশিলের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই প্রথমার্ধে সাগরিকার গোলে এগিয়ে বাংলাদেশ

হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১২ কোটি টাকা ব্যয়: উপদেষ্টা ফারুক

জাতীয় স্বার্থে দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান