"এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই, সুস্থ দেহে সুন্দর মন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জ চাইল্ডকেয়ার কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে দুই দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রিন্সিপাল ফখরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ভাইস প্রিন্সিপাল খায়রুল কবির চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুর রব , জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিদ্যালয়ের সভাপতি রিপন তালুকদার প্রমূখ। আরো উপস্থিত ছিলেন, গণমাধ্যম কর্মীসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। ।