সিলেটের জাফলংয়ের জিরো পয়েন্টে দেশের বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণ করা ৩২টি ফুটবল টিম নিয়ে শুরু হচ্ছে বীচ ফুটবল প্রতিযোগিতা।
ফুটবল প্রতিযোগিতায় দেশের দর্শনীয় স্হানের ছবিসহ সিলেটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রদর্শন করা হবে।
সিলেটের জেলা প্রশাসনের আয়োজন ও জেলা ক্রীড়া সংস্থা তত্বাবধানে এই বীচ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হবে।
দেশের ফুটবল খেলা,পর্যটন শিল্পকে বিকশিত করণ ও জাফলংয়ের পরিবেশ ভারসাম্য ধরে রাখতে সিলেট জেলা প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়নে সিলেটের ক্রীড়া কর্মকর্তা,একাধিক ফুটবল কোচসহ সরজমিন জাফলং জিরো পয়েন্ট পিয়ান নদীর বুকে মূল ভেন্যু পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম।
পরে জাফলং বল্লাঘাট পিকনিক সেন্টার ও বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে এ বিষয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন তথ্য সরবরাহ করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম।