প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় সিলেটের বিশ্বনাথে ৩য় প্রাইজ মানি এন্ড প্রাইজ মানি ফুটবল টর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় পূর্ব কারিকোনা গ্রামের পূর্বের মাঠে অনুষ্ঠিত হবে।
ফাইনাল খেলায় বিশ্বনাথ উপজেলার একতা স্পোটিং ক্লাব ইলামেরগাঁও, জগন্নাথপুর উপজেলার রোড এফসি জামালপুর ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। উভয় দলে দেশী বিদেশী খেলোয়াড় ফাইনাল খেলায় অংশ গ্রহন করবে।
ফাইনাল খেলা শেষে স্থানীয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাবেক) সুহেল আহমদ চৌধুরী।
ফাইনাল খেলার উদ্বোধন করবেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাবেক) শাহ আলম স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (সাবেক) ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (সাবেক) আবারক আলী, দেওকলস ইউনিয়র পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (সাবেক) খায়রুল আমিন আজাদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সাধারণ সম্পাদক (সাবেক) মুজিব আহমদ মনির, বিশ্বনাথ আল-হেরা শপিং সিটির ডাইরেক্টর সিরাজ উদ্দিন, গরীব-অসহায় কল্যাণ ফান্ড রামধানার চেয়ারম্যান আব্দুল কালাম, বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি শিপন তালুকদার, বিএফসি স্পোটিং ক্লাবের সদস্য রুমেল তালুকদার।
ফাইনাল খেলায় উপজেলার সর্বস্থরের সবাইকে মাঠে এসে খেলা উপভোগ করার জন্য বিএফসি স্পোটিং ক্লাবের সভাপতি লুৎফুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কর্ণেল আহবান জানিয়েছেন।