মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল ও ছাত্রদল।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলার শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী দলটির নেতৃবৃন্দরা।
এ সময় শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ নেন আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মোঃ সালেহ উদ্দিন বাবরু, ইউনিয়ন বিএনপি‘র সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুবদল নেতা রুমেল আহমেদ, মোঃ আলমগীর হোসেন, আবু তাহের, মোশারফ হোসেন মুসা, কামরুল হাসান সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রাকিব ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুকনের নেতৃত্বে একদল ছাত্রদলের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
তবে দীর্ঘ প্রায় দেড়যুগ পর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের প্রতি।